Logo

নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছাবির আহমদ চৌধুরী

স্পেশাল করেসপন্ডেন্ট
জাগো নিউজ : শুক্রবার, ডিসেম্বর ১৮, ২০২০

image_pdfimage_print

আসন্ন নবীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছেন নবীগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ছাবির আহমেদ চৌধুরী। তিনি নবীগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ও নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আসন্ন দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়তে ৫৫ জনকে দলীয় মনোনয়ন দেয়া হয়। ১৬ জানুয়ারি হতে যাওয়া পৌর নির্বাচনে তারা ধানের শীষ প্রতীকে লড়বেন।

গত (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি (একাংশ) এর যৌথ সভায় নবীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ছালিক আহমেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আলীম ইয়াছিনী, ২য় যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীনসহ যৌথ স্বাক্ষরিত পত্রে  বিএনপির একক প্রার্থী হিসেবে বর্তমান মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ছাবির আহমদ চৌধুরী নাম ঘোষণা করা হয়।

পরে ১৪ ডিসেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আবুল হাশেমের সুপারিশে বিএনপির একক প্রার্থী হিসেবে নবীগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ছাবির আহমদ চৌধুরীর নাম কেন্দ্রে পাঠানো হয়।

নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছাবির আহমদ চৌধুরী

নবীগঞ্জে ছাবির : মাধবপুরে হাবিবুরকে বিএনপির মনোনয়ন প্রদান

দু’দলের প্রার্থীর নাম ঘোষণা !


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !