নবীগঞ্জ তালামীয সভাপতির চাচার শয্যা পাশে জেলা তালামীযের সাংগঠনিক ইমরান
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২০, ১:১২ অপরাহ্ণবাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলা সভাপতি শামসুল ইসলামের চাচা হঠাৎ অসুস্থ হয়ে পড়া হাজী মদরিছ আলী সাহেব দেখতে তার বাসভবনে যান হবিগঞ্জ জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক ইমরান আল ইমন।
আলহাজ্ব মদরিছ আলী নবীগঞ্জ শিবপাশা আল আকসা জামে মসজিদের সাবেক মুতাওয়াল্লি ও দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর ঐ মসজিদ শাখার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি উক্ত মসজিদ উন্নয়নে ও দারুল ক্বিরাত প্রতিষ্ঠায় অক্লান্ত পরিশ্রম করেন।
গতকাল সোমবক্র সন্ধ্যায় অসুস্থ মদরিছ মিয়াকে দেখতে বাসভবনে যান হবিগঞ্জ জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক ইমরান আল ইমন। এ সময় তিনি হাজী মদরিছ আলী সাহেব এর পাশে বেশ কিছুটা সময় অতিবাহিত করেন এবং তার শারীরিক অবস্থার খোজ খবর নেন। তিনি তাঁর সুস্থতা কামনা করেন।