হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২০ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। এসময় তিনি বলেন- কৃমি আক্রান্ত হলে ছেলে-মেয়েদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। তারা শারীরিক ও মানসিকভাবে ভালোভাবে বেড়ে উঠতে পারে না। কৃমি তার শরীরের পুষ্টি খেয়ে ফেলে। সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে অংশ নেয়ার জন্য আহবান জানান তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজদ মিলন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছনি চৌধুরী প্রমুখ।
স্বাস্থ্য বিভাগ জানায়- জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ মার্চ-২০২২ উপলক্ষ্যে ২০ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত নবীগঞ্জ উপজেলায় এ কর্মসূচির আওতায় ৫ থেকে ১৬ বছর বয়সী ৮০ হাজার শিশুদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে।