নবীগঞ্জ উপজেলার বাশডর গ্রামে দুগ্রুপের সংঘর্ষে নিহত জাহির আলী হত্যা মামলার বাদী আরশ আলীকে হত্যার হুমকি দিয়েছে আসামীরা। প্রাণনাশের হুমকির প্রেক্ষিতে হত্যা মামলার বাদী আরশ আলী নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে উল্লেখ্য করে নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী দায়ের করেছেন।
গতকাল নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরীটি দায়ের করা হয়।
জিডির বিবরণে জানা যায়- জাহির হত্যা মামলার আসামী হেকিম মিয়া,ইউসুফ মিয়া,মালিক মিয়া,জলিল মিয়া,সমাদুল মিয়া,এখলাছ মিয়া গংরা আদালত থেকে বর্তমানে জামিনে বের হয়ে এসে গত (১৫ নভেম্বর) সন্ধ্যায় বাশডর গ্রামে জাহির আলী হত্যা মামলার বাদী আরশ আলীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় আরশ আলী গালাগালির কারণ জানতে চাইলে প্রতিপক্ষের লোকজন হত্যার উদ্দেশ্যে এগিয়ে আসলে আরশ আলী দ্রুত দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এসময় আসামীরা সু-চিৎকারে মামলা না উঠালে আরশ আলী ও তার পরিবারের লোকজনকে হত্যা করবে বলে হুমকি প্রদান করে। এমন ঘটনায় নিরাপত্তাহীনতায় রয়েছেন জাহির আলী হত্যা মামলার বাদী আরশ আলী ও তার পরিবারের লোকজন। এ বিষয়ে নিরাপত্তা চেয়ে তিনি নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান সাধারণ ডায়েরীর সত্যতা নিশ্চিত করেছেন।