Logo

নবীগঞ্জে স্বামী-স্ত্রী’কে কোপানোর মামলায় ৫ আসামীর জামিন নামঞ্জুর

করেসপন্ডেন্ট, নবীগঞ্জ
জাগো নিউজ : সোমবার, জুন ১৪, ২০২১

image_pdfimage_print

নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও হাওড় পাড়ে মুক্তিযোদ্ধা নুর উদ্দিন (বীর প্রতীক) এর ফিশারীতে গৃহবধুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় দায়েরী মামলায় ৫ আসামীকে জেলা হাজতে প্রেরন করেছেন হবিগঞ্জের আমল আদালত-৫ (নবী) এর বিচারক।

গতকাল রবিবার উক্ত আসামীরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তাদের জামিন না মঞ্জুর করা হয়।

জানা যায়, উপজেলার সাতাইহাল গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিনের মালিকানাধীন একটি মৎস্য ফিশারী রয়েছে পানিউন্দা ইউপির নোয়াগাঁও রুক্ষারপাড় হাওড়ে। উক্ত ফিশারীতে পাহারাদার হিসেবে সাতাইহাল গ্রামের আব্দুর নুর এর ছেলে আবুল মিয়া, তার স্ত্রী ঝাড়- বিবি শিশু সন্তানকে নিয়ে বসবাস করে আসছে। বিগত ২৬ মে দিবাগত রাতে নোয়াগাওঁ গ্রামের একদল দুর্বৃত্ত আবুল মিয়ার বসতঘরে ঢুকে জোরপুর্বক তার স্ত্রী ঝাড়ু-বিবিকে ধর্ষনের চেষ্টা করে। এতে আবুল মিয়া বাধা দিলে ৬/৭ জনের দুর্বৃত্ত্বের দল ধারালো অস্ত্র দিয়ে স্বামী-স্ত্রীর উপর হামলা চালায়। বর্বর এই হামলায় আবুল মিয়া (২৭) ও তার স্ত্রী ঝাড়- বিবি (২২) গুরুতর আহত হয়। আহত ঝাড়ু- বিবির হাতের কব্জি দ্বিখন্ডিত হয়ে পরে। মাথায় উর্পযুপরি কুপিয়ে ক্ষতবিক্ষত করে দুর্বৃত্তরা। পরে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। বর্তমানে ঝাড়ু বিবির অবস্থা আশংখ্যা জনক বলে তার পরিবার জানিয়েছেন। এই বর্বর হামলার ঘটনায় বীর মুক্তিযোদ্ধা বাদী হয়ে নবীগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।  এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে উঠেন গজনাইপুর ইউপির সাতাইহাল গ্রামসহ ৬ মৌজার মানুষ। এই ঘটনার জের ধরেই পরবর্তীতে নোয়াগাওঁ গ্রামে তান্ডবের ঘটনা ঘটে। এদিকে গতকাল রবিবার হবিগঞ্জ আমল আদালত-৫ (নবী) তে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন নোয়াগাওঁ গ্রামের সফর আলীর ছেলে রমজান মিয়া (৩৫), হেলাল মিয়া (৩২), আফজল মিয়ার ছেলে এমরান মিয়া (৩৫), আওলাদ মিয়া (৩২) ও আবু বক্কর (২৭)। বাদী-বিবাদী পক্ষের বিজ্ঞ কৌশলীদের শুনানী শেষে আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পবন চন্দ্র বর্বণ তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !