নবীগঞ্জে স্বামী অসুস্থ বলে গৃহবধূকে ডেকে নিয়ে বিলের পাড়ে গণধর্ষণ : গ্রেফতার ২

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২০, ২:১৬ পূর্বাহ্ণ

হবিগঞ্জের নবীগঞ্জে মোবাইল ফোনে ধোকা দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের কলংকা বিলের পাশে।
এ ঘটনায় গত (৩০ অক্টোবর) গৃহবধূ বাদী হয়ে নবীগঞ্জ থানায় ৩ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। এরই প্রেক্ষিতে ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের সাদিক মিয়া (৩৫) ও তুয়েল মিয়া (৩০)। অপর আসামী মনর মিয়া (৪০) পলাতক রয়েছে।
জানা যায়, গত (২৬ অক্টোবর) সোমবার সন্ধ্যায় একটি নাম্বার থেকে ফোন আসে ওই গৃহবধূর কাছে। ফোনের অপর প্রান্ত থেকে এক যুবক গৃহবধূকে বলে- ‘আপনার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে আছে’ মোবাইল ফোনে স্বামীর অসুস্থ এ খবরে হতাশ হয়ে যান গৃহবধূ। জানতে চান কোথায় অজ্ঞান হয়ে পড়ে আছে, অপর প্রান্ত থেকে জানায় কলংকা বিলের পাড়ে। পরে দ্রুত গৃহবধূ একাই চলে যান কলংকা বিলের পাড়ে। সরল মনে বিশ্বাস করে প্রতারকদের কবলে ধোকায় পড়ে বোকা বনে যান ওই গৃহবধূ। সেখানে যাওয়ার পর ৩ জন মিলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
গৃহবধূ উল্লেখ করেন, তার সত্যিই অসুস্থ তাই প্রতারকদের মোবাইল কলে বিশ্বাস করেছেন। তিনি সরল মনে বিশ্বাস করে প্রতারকদের কলে ধোকায় পড়ে বোকা বনে যান। সেখানে যাওয়ার পর থাকে ৩ জন মিলে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।
এঘটনায় ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে ৩ জন কে আসামী করে মামলা দায়ের করলে গত ৩০ অক্টোবর ধর্ষণকারী ২ জনকে গ্রেফতার করে পুলিশ।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান বলেন, ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনের মধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়।

