নবীগঞ্জে রিকশা চালকদের মাঝে খাদ্য বিতরণ করলেন এমপি মিলাদ গাজী
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২০, ৬:৩০ পূর্বাহ্ণকরেসপন্ডেন্ট, জাগো নিউজ :: করোনাভাইরাস সংক্রমনরোধে রিক্সা চালক পরিবারদের মাঝে খাদ্য বিতরণ করেছেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী। এ সময় মিলাদ গাজী দেবপাড়া ইউনিয়নে রাতে ৬০ টি রিক্সা চালকের পরিবারে মধ্যে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার সমাগ্রী বিররণ করেন।
জানা গেছে, সোমবার ঈদের দিনে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুর রহমান মুকুলসহ আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ। সাহায্য পেয়ে রিক্সা চালকের পরিবারের লোকজন সন্তুষ্টি প্রকাশ করেন এমপির প্রতি।