নবীগঞ্জে মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করলো র্যাব

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২১, ৩:৪৪ অপরাহ্ণ
হবিগঞ্জের নবীগঞ্জে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ফয়সল মিয়া (৩৫)কে গ্রেফতার করেছে র্যাব। সে নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের মর্তুজ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের ইনচার্জ লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরিফুল ইসলাম।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সোমবার ১৮ জানুয়ারী বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের ইনচার্জ লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরিফুল ইসলাম ও এএসপি আফসান আল আলম এর নেতৃত্বে একটি টিম নবীগঞ্জ উপজেলার সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ফয়সলকে গ্রেফতার করে নিয়ে যায়। সন্ধ্যার দিকে গ্রেফতারকৃত ফয়সলকে নবীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুর রহমান জানান, সন্ধ্যার দিকে র্যাব আটক ফয়সলকে থানায় হস্তান্তর করেছে। তিনি বলেন নবীগঞ্জের দিঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের কৃষক আবুল মিয়া হত্যা মামলায় ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারী জেলা দায়রা জজ আদালত থেকে তার মৃত্যুদন্ড হয়। এর পরথেকেই ফয়সল পলাতক ছিল।
