নবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২০, ১:০৭ অপরাহ্ণকরোনার মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে না চলা ও মাস্ক পরিধান না করায় নবীগঞ্জ শহরের বিভিন্নস্থানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন স্বাস্থ্য বিধি মানায় এসব জরিমানা করেন।
এসময় শেরপুর রোড বাসস্ট্যান্ড এলাকায় বাস ও সিএনজি চালকদের অতিরিক্ত যাত্রী পরিবহন না করা, স্বাস্থ্য বিধি মেনে চলা ও সরকার নির্দেশিত ভাড়া যাতে যথাযভাবে আদায় করা হয় সে বিষয়ে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন ‘জাগো নিউজ’কে বলেন, মাস্ক পরিধান না করায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ১০হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে এ অভিযান অব্যাহত থাকবে।