হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নজির মিয়া (৭০) নামে এক বৃদ্ধ’র ঝুলন্ত লাশ করেছে থানা পুলিশ।
শুক্রবার (২১ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুুর গ্রামের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। নজির মিয়া ওই গ্রামের মৃত লালু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের বৃদ্ধ নজির মিয়া (৭০) বাড়ির আঙ্গিনায় একটি গাছের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার উপ পরিদর্শক (এস আই) লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ নজির মিয়ার (৭০) মৃতদেহ উদ্ধার করেন।
পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমদ বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।