নবীগঞ্জে ফ্রান্স প্রবাসী রাসু মিয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৩, ৯:২৪ অপরাহ্ণ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজ-সেবক ফ্রান্স প্রবাসী রাসু মিয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার গজনাপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে সমাজ-সেবক ফ্রান্স প্রবাসী রাসু মিয়ার নিজ বাস-ভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শাহ আব্দুল খায়ের, দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন, গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম বজলু, সাধারণ সম্পাদক আবুল কয়ের খায়েদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি এম. এ মুহিত, দিনারপুর কলেজের ইংরেজি প্রভাষক মোশাররফ মিটু, নাগরিক টিভির হবিগঞ্জ প্রতিনিধি ছনি চৌধুরী, সাবেক ইউপি সদস্য আশ্বব উদ্দিন খান, তোফাজ্জল হক বকুল, হাজী হাবিবুর রহমান ও খায়রুন্নেছা আইডিয়াল মাদ্রাসার সুপার আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগ নেতা শামীম আহমেদ, রুহেল আহমেদ, সৈয়দ মিসবাহ উজ্জামান, ইউপি সদস্য শাহ নুরুজ্জামান, অয়তুন মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

