নবীগঞ্জে পানিউমদা বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২০, ১১:৪৪ অপরাহ্ণউৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজার পরিচালনা কমিটির নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত পানিউমদা ইউনিয়ন পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। পরিচালনা কমিটির নির্বাচনে ৫ টি পদের বিপরীতে ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
২২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক ও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজর প্রভাষক সাইদুল হাসান ।
নির্বাচনে – সভাপতি পদে মোঃ আব্দুল মালিক (ছাতা) প্রতীকে ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সহ সভাপতি- পদে মোঃ আব্দুল মুকিত (মুরগী) প্রতীকে ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে মোঃ মনসুর আলম (ঘোড়া) প্রতীকে ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সহসাধারণ সম্পাদক পদে মোঃ সুরুজ মিয়া (কলস) প্রতীকে ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, কোষাধ্যক্ষ পদে মো.বাদল আহমেদ (হাস) প্রতীকে ১২৬ ভোট পেয়ে নির্বাচত হয়েছেন।
ভোটগ্রহণ চলাকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পানিউমদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজাজুর রহমান, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী সেফু, শিহাব আহমেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ গুল আহমেদ কাজল, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাবের হোসেন চৌধুরী, যুবলীগ নেতা শাহ দরাজ, পানিউমদা বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি আনিছ আলী, পানিউমদা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মজনু আহমেদ, পানিউমদা ইউনিয়ন পরিষদের সদস্য আরজদ আলী, মুহিদ মিয়া, আবুল কালাম, জয় মিয়া, সামচ্ছু মিয়া, সাদেক আহমেদ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।