Logo

নবীগঞ্জে দোকানপাট খোলা রাখার দায়ে ৮টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

করেসপন্ডেন্ট, নবীগঞ্জ
জাগো নিউজ : বুধবার, জুন ৩০, ২০২১

image_pdfimage_print

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত বিধি নিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ হাজার ৫শত টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার (৩০ জুন) দুপুরে নবীগঞ্জ শহরের বিভিন্ন সড়কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড করেন।

জানা যায়, বৃহস্পতিবার পর্যন্ত চলা সরকার নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে নবীগঞ্জ শহরে বিভিন্ন প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসা পরিচালনা করে আসছিল ব্যবসায়ীরা।
খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের  নেতৃত্বে নবীগঞ্জ থানার এস আই কামাল তালুকদার সহকারে একদল পুলিশ নবীগঞ্জ শহরের বিভিন্ন সড়কে অভিযান পরিচালনা করে ।

এ সময় সরকারের বিধিনিষেধ ও স্বাস্থ্য বিধি অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫শত  টাকা অর্থদণ্ড করা হয়।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ৮টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !