Logo

নবীগঞ্জে দুর্বৃত্তের আগুনে যুক্তরাজ্য প্রবাসীর গাড়ি পুড়ে ছাই !

করেসপন্ডেন্ট, নবীগঞ্জ
জাগো নিউজ : শুক্রবার, নভেম্বর ৬, ২০২০

image_pdfimage_print

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক প্রবাসীর মাইক্রোবাসে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার পাহাড়ি অঞ্চল দিনারপুর পরগনার কান্দিগাঁও নামকস্থানে এ ঘটনা ঘটে।

তাৎক্ষনিক নবীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
জানা যায়, উপজেলার কান্দিগাঁও গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী হাজী শেখ আব্দুল আলীর পুত্র লন্ডন প্রবাসী শেখ মাসুদের বাড়ি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত। তিনি প্রতিদিন বাড়ির পাশে গাড়ি রেখে বাড়িতে বা আত্মীয় স্বজনের বাড়িতে যান। প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার রাতেও তিনি গাড়ি রেখে বাড়িতে যান।  সাড়ে ১১ টার দিকে দুর্বৃত্তদের ছোড়া আগুনে ঢাকা মেট্রো: চ-১৪-০৬৫৮ নম্বরের লুসিডা মাইক্রোবাসটি পুড়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসিসহ একদল পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটলাস্থলে এসে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে প্রবাসী শেখ মাসুদ “জাগো নিউজ”কে জানান, তারা স্বপরিবারে লন্ডনে বসবাস করেন। সম্প্রতি তারা ৩ ভাই ও পিতাসহ একই পরিবারের ৬ জন প্রবাসী দেশে আসেন। এ ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন। তাদের কোন প্রতিপক্ষ এ ঘটনা করতে পারে বলে সন্দেহ করছেন।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান ” “জাগো নিউজ”কে বলেন, অভিযোগ পেলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !