সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে নবীগঞ্জে পুলিশের বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নবীগঞ্জের আল-হেলাল কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমদের সভাপতিত্বে এবং এস আই স্বপন দাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খয়ের।
এতে বিশেষ অতিথি ছিলেন,নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ভবানী শংকর ভট্টাচার্য্য, রঙ্গ লাল রায়,বিকাশ রায়,পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুল চন্দ্র দাশ, সাধারন সম্পাদক কর্নমনি দাশ। বক্তব্য রাখেন, উপজেলা পূজা কমিটির যুগ্ম সম্পাদক ধনঞ্জয় দেবনাথ,সাংগঠনিক সম্পাদক নীলকণ্ট দাশ সামন্ত নন্টী, বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়ন পূজা কমিটির সভাপতি নারায়ন দাশ, মইয়ুখ চৌধুরী, বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের সভাপতি কৃপেশ দাশ, ইনাতগঞ্জ ইউনিয়নের সভাপতি নৃপেশ সুত্রধর, দীঘলবাক ইউনিয়নের সাধারন সম্পাদক মাধব সরকার,কুর্শি ইউনিয়ন কমিটির সাধারন অঞ্জন রায়, করগাঁও ইউনিয়ের সভাপতি হরিপদ দাশ, নবীগঞ্জ সদর ইউনিয়নের সভাপতি সুবিনয় রায়, দেবপাড়া ইউনয়নের সভাপতি রবীন্দ্র কুমার পাল, কালিয়ারভাঙ্গা ইউনিয়নের সাধারন সম্পাদক ইন্দ্রজিত সিংহ, সম্ভু আচার্য্য,শান্ত রবি দাসসহ বিভিন্ন পূজা মন্ডপের নের্তৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খয়ের বলেন, বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। শারদীয় দুর্গাপূজা সুন্দর ও সুষ্টভাবে পালনে সরকার বদ্ধ পরিকর। এতে কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠাের আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি যেকোনো ধরণের অপরাধ রোধে ও অপরাধীদের শনাক্ত করতে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা রাখার জন্য পূজারীদের প্রতি আহবান জানান। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ধরনের বিভ্রান্তিমুলক বিষয় পােস্ট না করারও আহবান জানান তিনি।