দেশব্যাপী মৌলবাদ জামাত-বিএনপি চক্র কর্তৃক নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নবীগঞ্জে হরতাল প্রতিরোধ সমাবেশ পালন করেছে উপজেলা ছাত্রলীগ।
শনিবার বিকেলে নবীগঞ্জ শহরতলীর নতুন বাজার মোড়ে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়ছল তালুকাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজুর সঞ্চালনায় হরতাল প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন- দেশকে অস্থিতিশীল ও নৈরাজ্য সৃষ্টি করার উদ্দেশ্যে মৌলবাদ জামাত-বিএনপি চক্র কর্তৃক ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র কঠোর ভাবে প্রতিহত করা হবে।