নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রাজনগর ( ভূমিহীন) গ্রামের বাবুল আচার্য্যর পুত্র পলাশ আচার্য্য (২৪) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার ময়নাতদন্ত শেষে পলাশের শেষকৃত্য সম্পন্ন হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার সময় পলাশ আচার্য্য পরিবারের সদস্যদের অগোচরে দরজা বন্ধ করে নিজ ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে ফাঁস দেয়।
পরে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তীরের সাথে ঝুলন্ত অবস্থায় পলাশের দেহ দেখতে পান তাৎক্ষণিকভাবে পলাশকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শুক্রবার (৫ ফ্রেব্রুয়ারী) সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাড়িতে নিয়ে আসার পর পলাশের শেষকৃত্য সম্পন্ন হয়। পলাশের পরিবার জানায়- বিগত কয়েক মাস ধরে সে মানসিক ভারসাম্যহীন ছিল।
স্থানীয় ইউপি সদস্য আজির হাসান আরজু আত্মাহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।