নবীগঞ্জে এসএসপির নেতৃত্বে ‘অপরাধ প্রতিরোধ’ টিমের সাড়াশি অভিযান

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২০, ১:৫৮ পূর্বাহ্ণ
হবিগঞ্জের নবীগঞ্জ থানা কর্তৃক সংগঠিত মাদক ব্যবসায়ী, মাদক সেবী,জুয়ারি,চোর,ডাকাত,
ছিনতাইকারী ‘প্রতিরোধ টিম’ নবীগঞ্জ পৌর এলাকার বিভিন্নস্থানে সাড়াশি অভিযান পরিচালনা করেছে।
মঙ্গলবার বিকালে বাহুবল- নবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পৌর এলাকার তিমিরপুর,ছালামতপুরসহ বিভিন্ন এলাকায় প্রথম ধাপে অপরাধচক্রের বাড়ি বাড়ি গিয়ে অভিযান করা হয়।
এসময় এএসপি পারভেজ আলম চৌধুরী জনসম্মুখে- সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়ে তিনি অপরাধ চক্রের সাথে যারা জড়িত তাদের তথ্য দিয়ে পালিশকে সহযোগিতা করারও অনুরোধ জানান।জনগণের সহযোগিতায় মধ্য দিয়েই অপারধকে নির্মুল করা সম্ভব হবে।
অভিযানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, বিট পুলিশের কর্মকর্তাসহ একদল চৌকস পুলিশ।

