Logo

নবীগঞ্জে এক মুদি ব্যবসায়ীকে ফেনসিডিল দিয়ে ফাঁসানোর অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
জাগো নিউজ : মঙ্গলবার, ফেব্রুয়ারি ৮, ২০২২

image_pdfimage_print

নবীগঞ্জে এক মুদি ব্যবসায়ী করছু মিয়াকে পরিকল্পিতভাবে ফেনসিডিল দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে । এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অভিযোগ- গত রবিবার ৬ ফেব্রুয়ারী রাত অনুমান ৮ টায় নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর, বাজারের ইমতিয়াজ ভেরাইটিজ স্টোরের স্বত্বাধিকারী মোঃ করছু মিয়াকে ফাঁসানোর লক্ষ্যে দোকানে ক্রেতা সেজে পশ্চিম তিমিরপুর গ্রামের জনৈক ব্যক্তি মুদি দোকানে এক বোতল ফেনসিডিল রেখে কৌশলে চলে যায়।

এলাকাবাসীর ধারণা প্রতিপক্ষের লোকজন তাকে ফাঁসানোর জন্য ডিবি পুলিশকে খবর দেয়। জনৈক ব্যক্তি চলে যাওয়ার আধা ঘন্টার মধ্যেই হবিগঞ্জ ডিবি পুলিশের একটি দল মুদি দোকানে তল্লাশি চালায়। এ সময় মুদি দোকানের ব্যবসায়ী করছু মিয়া সহ আশ-পাশের লোকজন হতগম্ভ হয়ে পড়েন। উপস্থিত লোকজনের সামনে তল্লাশী শেষে ডিবি পুলিশ এক বোতল ফেনসিডিলসহ মুদি ব্যবসায়ী করছু মিয়াকে আটক করে। পর দিন সোমবার ৭ ফেব্রুয়ারী তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোর্পদ করে। মুদি ব্যবসায়ী করছু মিয়াকে ফাঁসানোর ঘটনায় এলাকায়সহ নবীগঞ্জ শহরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !