Logo

নবীগঞ্জে ইউএনও অফিসে প্রতি বুধবার গণশুনানি হবে

জাগো নিউজ
জাগো নিউজ : বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২০

image_pdfimage_print

সপ্তাহের প্রতি বুধবার নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে।
সরকার কর্তৃক প্রদত্ত নির্দেশনা মতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন এ উপজেলায় প্রতি বুধবার গণশুনানি গ্রহনের উদ্যোগ নিয়েছেন।

ইউএনও শেখ মহি উদ্দিন জাগো.নিউজকে জানান, উপজেলার বিভিন্ন গ্রাম ও দূর দূরান্ত থেকে অনেকেই এসে ইউএনও এর দেখা না পেয়ে ফিরে যেতে হয় বা অপেক্ষায় থাকতে হয় (অন্যত্র নির্ধারিত প্রোগ্রাম থাকায়)। তাদের এমন কষ্ট লাঘবে সপ্তাহের প্রতি বুধবার জনগণের বিভিন্ন সমস্যা, অভিযোগ শোনা ও তাৎক্ষণিক সমাধানে সরকারের এ নির্দেশনা পালন করা হবে। এখন থেকে গণশুনানি সপ্তাহের প্রতি বুধবার (অফিস সময়) অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সরকারকে জনগণের কাছাকাছি নিয়ে যেতে প্রশাসনের সব পর্যায়ে গণশুনানি বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে।
এমনকি নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে প্রথম বৈঠকেও সরকারকে জনগণের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য তা আরো বৃদ্ধি ও কার্যকরের নির্দেশনা দিয়েছিলেন। গণশুনানির মাধ্যমে মানুষের অভিযোগ শুনে তার প্রতিকার করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !