নবীগঞ্জে আ.লীগের প্রার্থী রাহেলের পক্ষে ছাত্রলীগের গণসংযোগ
![](https://jago.news/images/icon.png)
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২১, ৭:৪৭ অপরাহ্ণ![](https://jago.news/wp-content/uploads/2021/01/CL.jpg)
নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী-লীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী (নৌকা) সমর্থনে প্রচারণায় সরব দলীয় নেতাকর্মীরা।
গতকাল বিকেলে আওয়ামী-লীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী (নৌকা) পক্ষে নবীগঞ্জ শহরে ছাত্রলীগের গণসংযোগে অংশগ্রহণ করেন আওয়ামীলীগ ও অঙ্গসংযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গণ-সংগযোগ পরবর্তী পথসভায় নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়ছল তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, সাবেক সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজু, নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু আহমদ, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শুভ। গণসংযোগ ও পথসভায় ছাত্রলীগসহ আওয়ামীলীগ ও অঙ্গসংযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা ১৬ জানুয়ারী আসন্ন নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী-লীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানানো হয়।
![](https://jago.news/wp-content/uploads/2024/02/WEB.png)