Logo

নবীগঞ্জে `আমার হবিগঞ্জের’ ডিক্লেয়ারেশন বাতিলের দাবীতে যুবলীগের বিক্ষোভ

করেসপন্ডেন্ট,নবীগঞ্জ
জাগো নিউজ : বুধবার, অক্টোবর ১৪, ২০২০

image_pdfimage_print

হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ পরিবার ও জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত মানহানিকর সংবাদ পরিবেশন এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারী সংবাদ প্রকাশ করায় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকাটির ডিক্লেয়ারেশন বাতিলের দাবীতে ফুঁসে উঠেছে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগ এবং অঙ্গসংগঠন।

বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।

এ সময় নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শাহ গোল আহমেদ কাজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাব্বী আহমেদ চৌধুরী মাক্কু, লোকমান আহমেদ খান, নবীগঞ্জ পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল, নবীগঞ্জ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছইফা রহমান কাকুলী, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল প্রমুখ।

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !