নবীগঞ্জে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২১, ৮:৪৮ অপরাহ্ণ
জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১ উপলক্ষ্যে নবীগঞ্জে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগ সদর ইউনিয়নের চৈতপুর ও আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামে অবস্থিত দুটি আশ্রয়ন প্রকল্পের ৬০টি পরিবারকে মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, হেলথ ইন্সেপেক্টর ফয়ছল আহমেদ প্রমুখ।

