নবীগঞ্জের পানিউমদায় ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২০, ৩:১৫ পূর্বাহ্ণ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগ পানিউমদা ইউনিয়ন শাখার উদ্যোগে ৯ টি ওয়ার্ডের কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
পানিউমদা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ সাদেক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পানিউমদা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মজলু আহমেদ।
অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও ১৩ নং পানিউমদা ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শামছুদ্দিন জনি, বিশেষ অতিথি সহ-সভাপতি ড.শাহজাহান, সাধারণ সম্পাদক কাওছার আহমেদ, আজহার পারভেজ ও ইমরান,যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমেদ,অর্থ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, তাছাড়া অন্যনাদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা কামাল আহমেদ, আহমেদ, বাবলু আহমেদ, জুয়েল রানা, মুর্শেদ, ও সুমায়েল আহমেদ সহ ১৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।
কর্মী সভা শেষে একটি র্যালি বের করা হয়।
