নদীর পাড়ে শ্রমিকের মাথাবিহীন লাশ !

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২২, ৯:২৪ অপরাহ্ণ

হবিগঞ্জের খোয়াই নদীর পাড়ে কদর আলী (৪৭) নামে এক ব্যক্তির মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ জুলাই) সকালে হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ লাশ উদ্ধার করে ।
কদর আলী হবিগঞ্জ পৌর এলাকার ইনাতাবাদ এলাকার মোঘল মিয়ার ছেলে। পেশায় ছিলেন টাক্টর শ্রমিক।
পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন কদর আলী, তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে স্থানীয়রা খোয়াই নদীর মাছুলিয়া এলাকায় একটি মাথাবিহীন লাশ নদীর পাড়ে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে । এদিকে স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি কদর আলীর বলে শনাক্ত করেন। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
এ প্রসঙ্গে হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ ‘বাংলা ট্রিবিউন’কে লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান- ধারণা করছি কদর আলীকে হত্যা করে মাথা নিয়ে গেছে দুর্বৃত্তরা। মাথা উদ্ধারে অভিযান চলছে।

