দুর্গাপূজা উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি নেতা বাবুল চৌধুরীর শুভেচ্ছা বাণী
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২০, ২:৪৯ অপরাহ্ণহিন্দু সম্প্রদায়ের প্রধান বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুর্শি ইউনিয়নবাসীসহ নবীগঞ্জ তথা বিশ্বের হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখার সহ-সাধারণ সম্পাদক বাবুল আহমেদ চৌধুরী।
বৃহস্পতিবার এক শুভেচ্ছা বাণীতে যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিনি হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বলেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা সফল ও স্বার্থক হবে বলে আমি আশাবাদী।