Logo

দিনারপুর কলেজে মানবিক বাংলাদেশ সোসাইটির বৃক্ষরোপন

কে এন আশরাফুল
জাগো নিউজ : বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২০

image_pdfimage_print

মানবিক বাংলাদেশ সোসাইটি আজম তমিজি হকের পক্ষে থেকে নবীগঞ্জ উপজেলার মানবিক বাংলাদেশ সোসাইটি (প্রস্তাবিত) কমিটির উদ্যোগে দিনারপুর কলেজের প্রকৃতির প্রেমে সাড়া দিয়ে বৃক্ষ রোপন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টা দিকে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ গজনাইপুর ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সাধারণ-সম্পাদক লিটন দেব , গজনাইপুর ইউনিয়নের ছাত্রলীগ নেতা ইমরান তালুকদার, পানিউমদা ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাদেক আহমেদ, জাহিদ আহমেদ, ছাত্রলীগ নেতা আজহার পারভেজ, আতাউর রহমান, ইব্রাহীম হুসাইন ইমরান, আজমল আহমেদ, সোফায়েল আহমেদ, পল্লব দেব, শাওন, নাঈম ইভান, শাহ সোহান আহমেদ, পাবেল আহমেদ, কাজী সাঈদ, মনির আহমেদ, রাহেল শরিফ, আজিজুর আহমেদ, ইব্রাহীম হুসাইন, কায়েদ প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !