তাহিরপুরে ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ কাজের উদ্বোধন

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২০, ৫:৫০ অপরাহ্ণ
মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলার ৭টি ইউনিয়নের গৃহহীনদের জন্য মোট ৩৪টি গৃহ নির্মাণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার সকালে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের শিমুল বাগানের পাশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ‘ভূমিহীন ও গৃহহীন- ‘ক’ শ্রেণির পরিবারের জন্য গৃহ নির্মাণ’ কাজের শুভ উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) সৈয়দ আমজাদ হোসেন, বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোশাররফ হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জামাল উদ্দিন সহ অন্যান্য সুধীবৃন্দ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল স্তরের জনগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

