তারেক রহমানের জন্মদিনে নবীগঞ্জে অলিউর রহমানের উদ্যোগে এতিমদের খাবার বিতরন
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২০, ১১:৩২ অপরাহ্ণবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর জন্মদিন উপলক্ষে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক প্রার্থী অলিউর রহমান অলির সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা যুবদলের আয়োজনে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পৌর এলাকার ছালামতপুর আব্দুল্লাহ ইসমাঈল হিফজুল কোরআন এতিমখানা এ অয়োজন করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক প্রার্থী ও জেলা যুবদল নেতা অলিউর রহমান অলি, যুবদল নেতা লেবু মিয়া, পারভেজ আহমেদ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মিটন আহমেদ, শামিম আহমেদ প্রমুখ
দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ো কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া পরিচালনা করেন আব্দুল্লাহ ইসমাঈল হিফজুল কোরআন এতিমখানা পরিচালক হাফেজ মাওলানা নুরুল হাদি বাণী।