সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল এলাকায় অভিযান চালিয়ে ৪১০ অফিসার্স চয়েস মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গতকাল (১৯ জানুয়ারি) মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর,নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন লালাখাল এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় ৪১০ বোতল অফিসার্স চয়েস মাদক মদসহ পেশাদার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জৈন্তাপুরের পুরাতন গৌরি এলাকার জফুর আলীর পুত্র আনোয়ার হোসেন (২৮), ও আব্দুর রবের পুত্র মোঃ রেজওয়ান আহম্মদ (২২)। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীদের সংশ্লিষ্ট থানায় সোর্পদ করেছে।