জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সৌজন্য সাক্ষাত

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২০, ১১:০১ অপরাহ্ণ
হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরীর সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরীর হবিগঞ্জ শহরস্থ নিজস্ব বাসভবনে সৌজন্য সাক্ষাত করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমেদ খালেদ, তাতী লীগ নবীগঞ্জ উপজেলা শাখা সভাপতি ফারুক মিয়া, ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি যুক্তরাজ্য কমিউনিটি লিডার আছাবুর রহমান জীবন প্রমুখ।
এ সময় দলীয় বিভিন্ন বিষয়ে সাংগঠনিক আলোচনা করা হয়।
