জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২০, ৮:১৫ অপরাহ্ণমৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমাম উদ্দিন হোসাইন (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামে ঘটেছে। মৃত ইমাম উদ্দিন হোসাইন (১৪) পাতিলাসাঙ্গন গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামে দীর্ঘদিন থেকে পিডিবির বিদ্যুতের মেইন লাইন ঝুলন্ত অবস্থায় ঝুঁকিপূর্ন হয়ে পড়ে।
রোববার কোন এক সময় ওই লাইন ছিড়ে ডোবার পানিতে পড়ে। বিকেলে হোসাইন ডাউক পাখি ধরার জন্য ডোবার পানিতে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করেছে।