চুনারুঘাটে ‘অভাবে’ স্ত্রী ও বড় ছেলেকে হত্যার পর নিজেও ঝুললেন ফাঁসিতে

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৩, ৭:২৫ অপরাহ্ণ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার আহমদাবাদ ইউনিয়নের গাদিশ্যাম থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়।
চুনারঘাট থানার ওসি রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ওই পরিবারের প্রধান সজ্জুল হকের (৪৫) মৃতদেহ বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় ছিল । আর তার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও তাদের বড় ছেলে ইয়াছিন মিয়ার (১০) লাশ বাড়ির ভেতরে রয়েছে। সজ্জুল হকের আরো তিন সন্তান জীবিত আছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ইয়াছিন মিয়া প্রতিবন্ধী । সজ্জুল মিয়া একজন হতদরিদ্র। তাই তার পক্ষে সংসার চালাতে পারছিলেন না। এজন্য স্ত্রী ও ইয়াছিনকে মারার পর হয়ত সজ্জুল হক আত্মহত্যা করতে পারেন।
ওসি রাশেদুল হক জানান, লাশ তিনটির সুরতহালের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান, সজ্জুল হকের তিন বছরের মেয়ে আইরিনের গলায় দাগ পাওয়া গেছে। হয়তো তাকেও গলায় রশি দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
