হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ২৭ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথর উদ্ধার করেছে পুলিশ। যার মূল্য প্রায় ২৮ কোটি টাকা বলে জানা গেছে।
সোমবার (১৪ মার্চ) মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়- উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের অরুণ সরকার কয়েক বছর আগে পাকাঘর নির্মাণের জন্য মাটি খোঁড়াখুঁড়ি করতে গিয়ে একটি কষ্টিপাথরের মূর্তিটি পায়। এরপর কষ্টিপাথরটি গোপন স্থানে লুকিয়ে রাখে । সম্প্রতি অরুণ মূর্তিটি বিক্রির চেষ্টা চালায়। দরদামে বনাবনি না হওয়ায় মূর্তিটি তার বসতঘরের পাশে গরু রাখার গোয়ালে একটি চটের বস্তা দিয়ে ঢেকে রাখেন।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৩ মার্চ) মধ্যরাতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের অরুণ সরকারের বাড়িতে অভিযান চালিয়ে গোয়ালঘর থেকে ওই মূর্তিটি উদ্ধার করে। পরে মূর্তিটি কষ্টিপাথরের কিনা তা যাচাইয়ের জন্য ডাকা হয় স্বর্ণকারকে। সে জানায় উদ্ধার হওয়া মূর্তির মূল্য প্রায় ২৮ কোটি টাকা। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।