গোয়াইনঘাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্লাবে মন্ত্রী ইমরানের ক্রীড়া সামগ্রী বিতরণ
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২০, ৫:০৬ অপরাহ্ণগোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির সহযোগিতায় গোয়াইনঘাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও ক্লাবের অনুকূলে ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল দুপুর ১২টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ক্রীড়া সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব।
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ।
গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম উল্লাহ, গোয়াইনঘাট সরকারি কলেজের প্রভাষক জহুরা সুলতানা, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, হাজী সোহরাব আলী উচ্চবিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ছরওয়ার্দী,আমির মিয়া উচ্চবিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের শিক্ষক সোলেমান উদ্দিন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ক্লাবের মধ্যে গোয়াইনঘাট সরকারি কলেজ, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয়,কোওর বাজার উচ্চবিদ্যালয়,সোনার বাংলা উচ্চবিদ্যালয়,পশ্চিম জাফলং উচ্চবিদ্যালয়,হাজী সোহরাব আলী উচ্চবিদ্যালয়,দশগাওঁ নওয়াগাওঁ উচ্চবিদ্যালয় কলেজ,সালুটিকর কলেজ, বিন্নাকান্দী উচ্চ বিদ্যালয়,আমির মিয়া উচ্চ বিদ্যালয়,কুপার বাজার উচ্চ বিদ্যালয়,রাধানগর ডাঃ ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়,পিয়াইনগুল উচ্চ বিদ্যালয়,গোরাগ্রাম উচ্চ বিদ্যালয়,গোয়াইনঘাট ইমরান আহমেদ উচ্চ বিদ্যালয়,হাজী মদরিছ আলী উচ্চবিদ্যালয়,তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়, রুস্তুমপুর কলেজ, আলীরগাওঁ কলেজ, তোয়াকুল কলেজ, বঙ্গবীর উচ্চ বিদ্যালয়,ফারুক আহমদ কুনকিরি উচ্চ বিদ্যালয়,বীরমঙ্গল নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, সোনার হাট উচ্চ বিদ্যালয়, পরগনা বাজার স্কুল এন্ড কলেজ, মনসুর মহসিন ডৌবাড়ী উচ্চবিদ্যালয়,গুরুকচি উচ্চবিদ্যালয়,হাকুর বাজার উচ্চবিদ্যালয়, আলীরগাওঁ উচ্চবিদ্যালয়,আলহাজ্ব আব্দুল মজিদ আদর্শ নিন্মমাধ্যমিক বিদ্যালয়,বাঘের সড়ক উচ্চ বিদ্যালয়,জলুরমুখ উচ্চ বিদ্যালয়,পান্তুমাই স্পোটিং ক্লাব, ও পূর্ব তোয়াকুল বাজার উচ্চবিদ্যালয়ে বিতরণ করা হয়।