Logo

গুঙ্গিয়াজুরি হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
জাগো নিউজ : বুধবার, জুন ১৫, ২০২২

image_pdfimage_print

হবিগঞ্জ সদর উপজেলার গুঙ্গিয়াজুরি হাওরে মাছ ধরতে গিয়ে নুর ইসালাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১৫জুন) দুপুরে উপজেলার গুঙ্গিয়াজুরি এ বজ্রপাতের ঘটনা ঘটে। নুর ইসলাম সদর উপজেলার শরিফপুর গ্রামের মৃত নিম্বর আলির পুত্র।

হবিগঞ্জ সদর থানার (ওসি) গোলাম মর্তুজা জানান নুর ইসলাম নামে ওই ব্যক্তি দুপুরে গ্রামের পার্শ্ববর্তী গুঙ্গিয়াজুরি হাওরে মাছ ধরতে যায়। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রঘাত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর পরই স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এসময় কান্নায় ভেঙে পরেন স্বজনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !