Logo

কে এই কিশোরী?

করেসপন্ডেন্ট, নবীগঞ্জ / ১৬১ বার পঠিত
জাগো নিউজ : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

নবীগঞ্জে এক অজ্ঞাত বাক প্রতিবন্ধী কিশোরীকে পাওয়া গেছে। শনিবার বিকেলে উপজেলা সমাজ সেবার মাধ্যমে নবীগঞ্জ থানা পুলিশ কিশোরীকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করেছেন। আদালত কিশোরীকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের দূর্গাপুর বাজার থেকে হুসেনপুর যাওয়ার পথে ১৬ বছর বয়সী এক মেয়েটি কান্না করছে দেখতে পান ইউপি সদস্য খালেদ হাসান দুলন। এসময় তার সাথে ছিলেন সুমন আহমেদ, মোহাম্মদ আলী ও মহিবুর রহমান। পরে তাকে জিজ্ঞাস করলে সে কথা বলতে পারেনা। এসময় স্থানীয় আরো লোকজন জড়ো হয়ে বাক প্রতিবন্ধী ওই মেয়েটিকে ইউপি সদস্য খালেদ হাসান দুলনের জিম্মায় দিয়ে দেন যাতে প্রশাসনের কাছে হস্তান্তর করেন। পরে মেম্বার খালেদ নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করে উপজেলা সমাজ সেবা কর্মকর্তাকে অবহিত করে মেয়েটিকে নবীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ মেয়েটিকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করলে আদালতের বিচারক মেয়েটিকে সেফ হোমে পাঠানের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। তথ্যটি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ। এদিকে, কিশোরীকে থানায় আনার পর, তার পরিচয় জানতে তাকে বিভিন্ন করা হলেও কিছুই বুঝাতে পারেনি। তাকে কাগজে বিভিন্ন জেলার নাম লেখে দিলে, সে আবার একই লেখাই লিখে । ইশারায় বুঝায় কেউ তাকে গাড়ী দিয়ে নামিয়ে দিয়ে গেছে।


অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
error: কপি করা নিষেধ !
error: কপি করা নিষেধ !