Logo

কেন্দ্রীয় যুবলীগের সদস্য শাহেদ গাজীর জন্মদিন পালিত

কে এন আশরাফুল
জাগো নিউজ : রবিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২১

image_pdfimage_print

বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের  কার্যনির্বাহী সদস্য গাজী মোহাম্মদ শাহেদের জন্মদিন পালন করা হয়েছে।

শনিবার উপজেলার দেবপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে ও যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা শাহ ছবেদ আলীর সার্বিক সহযোগিতায় সদরঘাট নতুন বাজারে সি আলী মার্কেটে সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজী সাহেবের কনিষ্ঠ পুত্র ও হবিগঞ্জ ১- আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপির ছোট ভাই বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কার্যনির্বাহী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহেদের জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মোহিত, যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক রবিন্দ্র কুমার পাল,যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা শাহ ছবেদ আলী, দেবপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম আহমদ, যুবলীগ নেতা শাহ নুরুজামান, আশিক আলী, কুরুশ মিয়া ,আলমগীর,তারা মিয়া, তাজউদ্দিন,সাইদুর রহমান, শাহ আবিদুর শাহ সুমন, নজরুল,কুহিনূর পাঠান,কাজী নুর হোসেন, জাদু বাবু,মুক্তিযোদ্ধার সন্তান যুবলীগ নেতা শাহনাজ আলী,মুক্তিযোদ্ধার সন্তান শাহ বাতিন,সাংবাদিক তাজুল ইসলাম, সাংবাদিক আশরাফুল, শাহ সেনুর,সাজান, আহম্মদ আলী, নাইয়র মিয়া,ছাত্রলীগ নেতা, রুমেল আহমেদ, শাহ কাশেম, সুজিব খাঁন, শাহ জামিল আহমেদ,,সুবেল তালুকদার,,শাহ শাহিনুর, মাছুম, শাহ বদরুল,,রাসেল তালুকদার,,ইকবাল আহমেদ,,আক্কাস আহমেদ,শেখ অপু,আশরাফ,সুহান রিয়াদ,আ রিফুল,সালে,শাহনেওয়াজ,রানাজ,জামান,এমাল,ইমু, শাহ রাদ,প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন শাহ জামিল ও সুবেল তালুকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !