এমসি কলেজে গৃহবধূ ধর্ষণ : নবীগঞ্জের ইনাতগঞ্জ থেকে আসামী রবিউল গ্রেফতার
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১১:৪১ অপরাহ্ণসিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেধে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার ৫নং আসামী রবিউল ইসলামকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাত ১০টার দিকে নবীগঞ্জের ইনাতগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিমসহকারে একদল ডিবি পুলিশ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নিজ-আগনা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ধর্ষণ মামলার ৫নং আসামী রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়।
রবিউল ইনাতগঞ্জের নিজ আগনা গ্রামে মৃত আমজত উল্লার পুত্র বাবুল মিয়ার বাড়িতে বাড়িতে সে আত্মগোপনে ছিল বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, ধর্ষণ মামলার আসামি রবিউলকে গ্রেফতার করা হয়েছে,আমাদের ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নবীগঞ্জের ইনাতগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে।