Logo

এমপি মিলাদ গাজীর প্রচেষ্ঠায় চালু হচ্ছে সাটিয়াজুরি রেল স্টেশন

স্টাফ করেসপন্ডেন্ট
জাগো নিউজ : সোমবার, জানুয়ারি ৩, ২০২২

image_pdfimage_print

প্রায় দুইযুগ বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জের সাটিয়াজুরি রেল স্টেশন। স্টেশনটি পুনরায় চালু উদ্যোগ নেয়ায় স্থানীয়রা আনন্দিত।

সোমবার (৩ জানুয়ারি) বিকেলে বাহুবল উপজেলার সাটিয়াজুরি ইউনিয়নের সাটিয়াজুরি রেলওয়ে স্টেশন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মোঃ সুবক্তগীন, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা, বাহুবল-নবীগঞ্জ সার্কেলের এএসপি আবুল খয়ের, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরউদ্দিন চৌধুরী বুলবুল, বাহুবল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই, বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম খান, সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তব্য রাখছেন সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।

উল্লেখ্য, ১৯৯৮ সালে সরকার ঢাকা-সিলেট রেলপথে হবিগঞ্জের সাটিয়াজুরী রেল স্টেশনটি বন্ধের ঘোষণা দেয়। পরে এলাকার মানুষ আন্দোলনে নামেন। আন্দোলনের মুখে বন্ধের সিদ্ধান্ত স্থগিত রাখা হলেও পরের বছরই পুনরায় বন্ধ করে দেয়া হয়। এতে এলাকার শতাধিক গ্রামের মানুষ দুর্ভোগে পড়েন। দীর্ঘ ২২ বছর বন্ধ থাকায় স্টেশনটিতে থাকা সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ একটি ভবনই রয়েছে সাটিয়াজুরীতে। রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হবিগঞ্জ-১ সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ সাটিয়াজুরী রেলওয়ে স্টেশন পুনরায় চালু করতে চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে ২০২১ সালের গত ৭ ফেব্রুয়ারি স্টেশনটিকে আধুনিক মডেল স্টেশন হিসেবে মেরামতের জন্য রেলওয়ের মহাপরিচালককে নির্দেশ দেন রেলওয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. সৈয়দা নওশীন পর্ণিনী ।

হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেন, এ স্টেশনটি চালু করার বিষয়টি স্থানীয়দের প্রাণের দাবি ছিল। আমি এ বিষয়ে উচ্চ পর্যায়ে আলাপ আলোচনা করার ফলে সাটিয়াজুরী রেল স্টেশনকে আধুনিক মডেল স্টেশন হিসেবে মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাটিয়াজুরী রেল স্টেশন চালু হওয়ার ফলে বাহুবল উপজেলাবাসী এর সুফল ভোগ করবে, এই এলাকার মানুষ উপকৃত হবে। তিনি বলেন, সাটিয়াজুরী রেল স্টেশন পুনরায় চালু করায় মাননীয় প্রধানমন্ত্রী, রেলমন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী সচিবসহ সংশ্লিষ্টদের নবীগঞ্জ-বাহুবলবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !