এমপি মিলাদ গাজীর প্রচেষ্ঠায় জুনে ঢাকা-সিলেট রুটে চালু হচ্ছে নন-স্টপ ট্রেন

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২২, ৮:১৫ অপরাহ্ণ
হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির প্রচেষ্টায় ২০২৩ সালের জুন মাসের মধ্যে ঢাকা-সিলেট রেলপথে চালু হচ্ছে ননস্টপ ট্রেন।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।
অনুষ্ঠিত সভার বরাত দিয়ে তিনি আরও জানান- ব্রিটিশ আমল থেকে সিলেটের মানুষ রেল ভ্রমণের প্রতি আকৃষ্ট। প্রতিদিন ঢাকা-সিলেট রুটে হাজার হাজার মানুষ রেলে যাতায়াত করেন। কিন্তু চাহিদার তুলনায় এই রুটে ট্রেনের সংখ্যা একেবারেই কম। যাত্রীরা প্রয়োজন মতো টিকেট পায় না। তাছাড়া যে কয়টি আন্তনগর ট্রেন চলাচল করে সেগুলোর প্রচুর স্টপিজ থাকায় অনেক যাত্রীদের সময়ক্ষেপণ করতে হয়। যাত্রীদের চাহিদা বিবেচনা করে উক্ত রুটে দ্রুতগ্রামী নন-স্টপ ট্রেন চালু করার জন্য গত (১১ ডিসেম্বর) আমি রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীরের হাতে আনুষ্ঠানিক ভাবে ডিও লেটার প্রদান করি। আজ সংসদীয় স্থায়ী কমিটির ২৪ তম সভায় পুনরায় আমি নন-স্টপ দ্রতগামী ট্রেন চালু করার জন্য জোর প্রস্তাব করলে মাননীয় রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন ও স্থায়ী কমিটির চেয়ারাম্যান এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি প্রস্তাবটি আমলে নেন ও জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে আগামী ২০২৩ সালে জুন মাসের মধ্যে সিলেটের জন্য ননস্টপ ট্রেন কোচ চালু করবেন বলে আশ্বস্ত করেন।
এমপি মিলাদ গাজী আরও বলেন, সিলেটকে বিভাগ করার পেছনে আমার বাবা সাবেক সংসদ সদস্য প্রয়াত দেওয়ান ফরিদ গাজীর অবদান অনস্বীকার্য। আমি এরই ধারাবাহিকতায় সিলেট বিভাগের মানুষের জন্য রেল যোগাযোগ সহজ করতে কাজ করে যাচ্ছি।
এছাড়া উক্ত বৈঠকে ঢাকা- সিলেট সিলেট- ঢাকার ডুয়েল গেজের কাজ দ্রুত শুরু করা, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন উন্নয়ন, টিকেট বাড়ানোর জন্য সুপারিশ করেন এমপি মিলাদ গাজী।
এসময় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ শফিকুল ইসলাম শিমুল এমপি, মোঃ শফিকুল আজম খান এমপি, মোঃ সাইফুজ্জামান এমপি, এইচ এম ইব্রাহিম এমপি, নাছিমুল আলম চৌধুরী, বেগম নাদিরা ইয়াসমিন জলি এমপি ও রেলওয়ে মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
