আবারো করোনা আক্রান্ত এমপি আবু জাহির

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২১, ৪:৪৭ অপরাহ্ণ
দ্বিতীয় বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।
শুক্রবার (২ জুলাই) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
এর আগে গত বছরের ২৭ অক্টোবর তিনি প্রথমবার করোনায় আক্রান্ত হন। এরপর সারাদেশে করোনার ভ্যাকসিন উদ্বোধনের সময় সর্বপ্রথম তিনি হবিগঞ্জে ভ্যাকসিন গ্রহণ করে এর উদ্বোধন করেন। এবার নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন।
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরের ব্যক্তিগত সহকারী সুদ্বীপ দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার এমপি আবু জাহির ঢাকায় নমুনা দেন। শুক্রবার তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।

