আওয়ামীলীগের মনোনয়ন পেলেন রাহেল চৌধুরী

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২০, ৯:৪৭ অপরাহ্ণ

১৬ জানুয়ারি অনুষ্ঠিত নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গোলাম রসুল চৌধুরী রাহেল।
তিনি- নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন। রাহেল চৌধুরী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপির মেয়ের জামাতা।
(১৮ডিসেম্বর) শুক্রবার বিকেল ৪টায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্ট সবাই স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে উপস্থিত ছিলেন।
সভা শেষে রাত ৯টায় গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে গোলাম রসুল চৌধুরী রাহেল এর মনোনয়ন পাওয়ার বিষয়টি জানান।
গত ৩ ডিসেম্বর পৌর নির্বাচনকে কেন্দ্র করে নবীগঞ্জ শহরতলীর হাজারী কমিউনিটি সেন্টারে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী রাহেলসহ ৭ জনের নাম হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কাছে প্রেরণ করা হয়। পরে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী স্বাক্ষরিত সুপারিশে ৭ জন মনোনয়ন প্রত্যাশীর নাম পাঠানো হয় কেন্দ্রে।
উল্লেখ্য- (৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন সারাদেশে দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, ৬১টি পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই ২২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি ২০২১।
বিএনপির ছাবির : আ’লীগের রাহেল
নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছাবির আহমদ চৌধুরী
নবীগঞ্জে ছাবির : মাধবপুরে হাবিবুরকে বিএনপির মনোনয়ন প্রদান
দু’দলের প্রার্থীর নাম ঘোষণা !

