হবিগঞ্জে চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২০, ৪:২০ অপরাহ্ণ
দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশ করায় হবিগঞ্জে চার সাংবাদিকের নামে এক ইউপি চেয়াম্যানের ২০ কোটি টাকা মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে অলিপুর শিল্পাঞ্চল প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা।
২৯ অক্টোবর বৃহস্পতিবার দুপরে শায়েস্তাগঞ্জ উপজেলার শিল্পনগর অলিপুরে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
অলিপুর শিল্পাঞ্চল প্রেসক্লাবের সহ-সভাপতি সুশীল চন্দ্র দাসের সভাপতিত্বে ও এইচ আর রুবেলের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন এম মামুন খান কিবরিয়া, শাহাদাত ইসলাম মামুন, ফয়সাল আহমেদ পলাশ, আব্দুল মতিন সুজন, এম রাকিব উদ্দিন লস্কর, আব্দুর রহিম সবুজ, রিপন আহমেদ, নুরুল আমীন, জাহাঙ্গীর আলম রাজ, সিপন মিয়া, শাকিল, আবদাল, সুমন, জিতু, সুমন সরকার, অজিত সরকার, সৈয়দ অহিদুল ইসলাম, সুনীল দেবনাথসহ স্থানীয় ব্যাক্তিবর্গ। মানববন্ধনে চার সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানি মূলক মিথ্যে মামলার তীব্র নিন্দাসহ অবিলম্বে প্রত্যাহারে জোর দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক প্রভাকর দুর্নীতি ও অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করলে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউপি চেয়ারম্যান সাহাবউদ্দিন আহম্মদ ঝাড়– মিয়া গত ১৪ সেপ্টেম্বর হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পত্রিকার সম্পাদকসহ চার সাংবাদিকের নামে ১০টাকা ফি দিয়ে ২০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।

