বৃহস্পতিবার ফরিদ গাজীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা তাঁতী লীগের দোয়া মাহফিল ও স্বরণ সভা

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২০, ১০:১৮ অপরাহ্ণ
সাবেক মন্ত্রী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক দেওয়ান ফরিদ গাজীর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে হবিগঞ্জ জেলা তাঁতী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও স্বরন সভার আয়োজন করা হয়েছে।
(১৯ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে উক্ত দোয়া মাহফিল ও স্বরণ সভা অনুষ্ঠিত হবে।
দোয়া মাহফিল ও স্বরণ সভায় হবিগঞ্জ জেলা তাঁতী লীগের সভাপতি মোঃ মুদ্দত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ও বক্তব্য রাখবেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী।
