Logo

বানিয়াচংয়ে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু !

করেসপন্ডেন্ট,বানিয়াচং
জাগো নিউজ : মঙ্গলবার, ডিসেম্বর ৮, ২০২০

image_pdfimage_print

বানিয়াচংয়ে পানিতে ডুবে দারুন নাশাত মাদ্রাসার নার্সারী বিভাগের ছাত্র মাহির দাইয়ান হাদী বিশ্বাস (৬) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে।সে উপজেলা সদরের শেখের মহল্লার তাবলীগ জামাতের আমীর মাহমুদ বিশ্বাসের একমাত্র পুত্র।

অবুঝ এই শিশুর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকেরছায়া। ঘটনাটি ঘটেছে ৪ ডিসেম্বর শুক্রবার। পরিবারের ভাষ্যমতে ঘটনার দিন দুপুরর কোন এক সময়ে সবার অগোচরে বাড়ীর সামনের পুকুরে গেলে সে পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন খুজাখুজি করে দুপুর আড়াইটায় লাশ পানিতে ভেসে উঠতে দেখলে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।রাত ৮ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !