নবীগঞ্জে শিল্পপতি নুরুল ইসলামের মৃত্যুতে প্রেসক্লাবের শোকসভা
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২০, ৬:০২ অপরাহ্ণদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্টান যমুনা গ্রুপের চেয়ারম্যান দৈনিক যুগান্তর ও যমুনা টিভির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফেরাত কামনায় হবিগঞ্জের নবীগঞ্জ প্রেসক্লাবের উদ্যেগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে (বাদ আছর) প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন, মদিনা মসজিদের ঈমাম ও খতিব মাওলানা মোহাম্মদ শিহাব আহমদ। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি তফাজ্জুল হোসেন, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কিবরিয়া চৌধুরী, নির্বাহী সদস্য শাহ সুলতান আহমদ, সম্মানিত সদস্য শাহ মিজানুর রহমান মিজান , এম মুজিবুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী শামিম, মুজাহিদ আলম চৌধুরী, তৌহিদ চৌধুরী, নাবেদ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সুমন চৌধুরী প্রমুখ।
এ সময় যমুনা গ্রুপের চেয়ারম্যান দৈনিক যুগান্তর ও যমুনা টিভির প্রতিষ্টাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মরহুমের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।