নবীগঞ্জে মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ১৮ মাসের কারাদন্ড
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২০, ৫:০৭ অপরাহ্ণহবিগঞ্জের নবীগঞ্জে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাজ উদ্দিন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতে তাকে ১৮ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সে নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের মৃত রমুজ আলীর পুত্র।
জানা যায়, নবীগঞ্জ থানার একদল পুলিশ গত শুক্রবার রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব তিমির পুর গ্রামে তার নিজ বাড়ির সামনের রাস্তা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশ তাকে ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করে। এ সময় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মহিউদ্দিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ হাজার টাকা জরিমানা করেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মহিউদ্দিন- বিষয়টি নিশ্চিত করেছেন।