নবীগঞ্জে মাইক্রোবাস- ট্রাক ত্রিমুখী সংঘর্ষ
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২০, ১২:৩৯ অপরাহ্ণঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজার নামকস্থানে মাইক্রোবাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় আহত হয়েছে ৪জন যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
রবিবার (৭ জুন) দুপুরে নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাও গ্রামের ইব্রাহিম মিয়া (২৭), মোঃ সুহেল মিয়া (২৪), মোছাঃ তান্নি বেগম (১৬), সিলেট মধুশহিদ এলাকার মুন্সিপাড়ার বাসিন্দা পলক দাশ (২৬)।
‘শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভূইয়া ‘‘জাগো নিউজকে’’ দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।