কেন্দ্রীয় যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নবীগঞ্জের মুকিত চৌধুরী

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২০, ৭:৪৪ অপরাহ্ণ
আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মোঃ আব্দুল মুকিত চৌধুরী।
সম্মেলনের প্রায় এক বছর পর যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে শনিবার। এর আগে বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের কাছে হস্তান্তর করেন।
গত বছর ২৩ নভেম্বর জমকালো কংগ্রেসের মধ্যে দিয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছিল।
প্রসঙ্গত, আব্দুল মুকিত চৌধুরী চৌধুরী এর আগে কেন্দ্রীয় যুবলীগের সদস্য ছিলেন। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মনোনয়ন প্রত্যাশীও ছিলেন মুকিত।

